কিশোরগেঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
Published : 03 Nov 2024, 07:19 PM
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে রিহাদ (২০) এবং একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে পলাশ (১৮)।
স্থানীয়দের বরাতে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত বলেন, বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের জমিতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।