সিরাজগঞ্জে প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 09:45 AM
Updated : 10 August 2022, 09:45 AM

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার (২২) বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী সঞ্জয় প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। কিন্তু তাতে পূজা সাড়া দিত না।

২০২১ সালের ৩ মে পূজা সরকার বাড়িতে রান্নার কাজ করছিল। এ সময় সঞ্জয় ওই বাড়িতে গিয়ে পূজাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পূজার বাবা একটি হত্যা মামলা করেন। পরে সঞ্জয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী বলেন, বিচারক সঞ্জয়কে মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।