বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
Published : 07 Jan 2025, 07:17 PM
গাজীপুর শহরের জয়দেবপুরে আন্তঃনগর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জয়দেবপুর জংশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ মিয়া।
তিনি বলেন, ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে জয়দেবপুর জংশনের ৪ নম্বর লাইনে স্টেশন অতিক্রমের সময় ট্রেনটির ইঞ্জিনের পেছনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।
তবে বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার হানিফ মিয়া।