“প্রিয় নেতার নির্দেশনার আলোকে তৃণমূলে আমরা শুদ্ধি অভিযান পরিচালনা করছি।”
Published : 07 Mar 2025, 09:21 PM
নোয়াখালীতে দখল-চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
শুক্রবার বিকালে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের সই করা আলাদা তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল আমিন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।
এ বিষয়ে হারুনুর রশিদ আজাদ বলেন, “অব্যাহতি দেওয়া তিন নেতা গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে দখল, চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত পড়েন। এসব ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে তাদের বিরুদ্ধে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করা হয়।
“প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা কমিটি ওই তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।”
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা বিএনপিতে কোনো দখলদার, চাঁদাবাজ, অসামাজিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত করো স্থান হবে না। আমাদের প্রিয় নেতার সেই নির্দেশনার আলোকে তৃণমূলে আমরা শুদ্ধি অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”