“১০ জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে সড়ক বিভাগ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
Published : 10 Dec 2024, 02:57 PM
দ্রুত খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদার সড়কের নির্মাণ কাজ শেষ করেননি।
পানছড়ি বাজার কমিটির যুগ্ম সম্পাদক মো. আল আমিন বলেন, এরই মধ্যে ২৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ১০ জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে সড়ক বিভাগ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
এ সময় আরো বক্তব্য দেন জেলা দুর্নীতি কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমন্বয়ক মনির হোসেনসহ পরিবহন চালকরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, “যে ঠিকাদারকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কাজ করতে পারেননি। তাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
“এরই মধ্যে দরপত্র বাতিল করার জন্য প্রধান প্রকৌশলী বরাবর চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করায় ঠিকাদারের বিরুদ্ধে শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”