১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল।
Published : 22 Oct 2024, 07:54 PM
নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
২০১৮ সালে নেত্রকোণা শহরের রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর তিনি তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।
সরকার পতনের পর ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
বুধবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ।
অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। এ ছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।