আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিক্ষার্থী বেশিরভাগ সময় অনলাইনে কাটাত।
Published : 15 Dec 2024, 12:02 AM
নেত্রকোণার আটপাড়া উপজেলায় দুই মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে বাড়ি থেকেই তারা নিখোঁজ হয় বলে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান।
নিখোঁজ ছাত্রীদের একজন ১২ এবং অপরজন ১৩ বছরের।
নিখোঁজ এক ছাত্রীর বাবা শনিবার সাংবাদিকদের বলেন, তার মেয়ে পরিবারের অজান্তেই স্মার্ট ফোন ব্যবহার করত। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এখনো তার সন্ধান পাননি।
তার ধারণা, দুজনই হয়ত অনলাইন কোনো গ্রুপের মাধ্যমে প্রভাবিত হয়ে মানবপাচারকারীর খপ্পরে পড়েছে।
একই কথা জানিয়েছেন অন্য এক ছাত্রীর বাবাও।
আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিক্ষার্থী বেশিরভাগ সময় অনলাইনে কাটাত। তাদেরকে বলেছি, তারা যে মোবাইল ফোন ব্যবহার করত, সেগুলো নিয়ে আসতে।
“পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছি। আমরা তদন্ত করে ওই ছাত্রীদের খুঁজে বের করার সব চেষ্টাই করব।”