Published : 24 Jul 2024, 06:09 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার দুপুরে বঙ্গোপসাগরের ঘোলার চরের বিপরীতে ট্রলারটি ডুবে যায় বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়নের সদস্য আকতার কামাল।
নিখোঁজ নূর মোহাম্মদ সৈকত সেন্ট মার্টিনের পূর্ব পাড়ার বাসিন্দা।
তিনি জানান, ১২ জেলে ও মাঝি-মাল্লা ট্রলারটি নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাচ্ছিলেন। তখন সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়।
স্থানীয় জেলেরা তখন নৌকা নিয়ে গিয়ে ১১ জনকে উদ্ধার করতে পারে। কিন্তু একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান ইউপি সদস্য।