Published : 29 Apr 2025, 05:01 PM
নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন।
গ্রেপ্তার শেখ কামাল হোসেন (৪৫) উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
ওসি আফজাল বলেন, গত বছরের ৫ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
“গোপন খবরের ভিত্তিতে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়েছে।”
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।