তাদের কাছ থেকে চুরির সোনার গহনা, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
Published : 01 Jan 2025, 05:44 PM
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ক্রেতা সেজে একটি সোনার দোকান থেকে গহনা চুরির মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে দিনাজপুর সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে নওগাঁর এসপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন- রাবেয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩০) ও রমজান আলী (৪৬)। তারা সবাই দিনাজপুর সদরের বাসিন্দা।
তাদের কাছ থেকে চুরির গহনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে; জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার।
অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, নওগাঁর মায়ামনি জুয়েলার্স থেকে গত ২৬ ডিসেম্বর দুপুরে ক্রেতা সেজে চুরি করা হয় সোনার গহনা।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়।
গাজীউর রহমান বলেন, বুধবার ভোরে দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে সোনার চোরাই ব্রেসলেট ও প্রায় আড়াই ভরি সোনা, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চাওয়া হবে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান।