২০২২ সালে নবীনের প্রাইভেট কার থেকে তল্লাশি চালিয়ে এক কেজি ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
Published : 25 Feb 2025, 09:04 PM
সিরাজগঞ্জের সদর উপজেলায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম সরোয়ার খান জানান।
দণ্ডিত ওহিদ আলী নবীন রাজশাহীর মহিষালবাড়ি গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
আইনজীবী গোলাম সরোয়ার বলেন, অন্য আরেকটি ধারায় আসামি নবীনকে ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৮ অগাস্ট বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে পুলিশ।
এসময় একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। এরপর চালককে আটক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে করে এক কেজি ৪৫ গ্রাম হেরোইন ও এক লিটার মদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।