বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
Published : 07 Feb 2025, 12:34 AM
নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর বাসভবনসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুলডোজার দিয়ে ভাঙচুর করে ছাত্র-জনতা। এরপর অগ্নিসংযোগ করা হয়।
এরপর তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এছাড়া সন্ধ্যার পর ছাত্র-জনতা নওগাঁ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনেও ভাঙচুর করে।
এর আগে বিকালে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনে অগ্নিসংযোগ করে স্থানীয়রা।
এ বিষয়ে রাতে ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “ওই চারটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছাড়া অন্য কোথাও কিছু হয়েছে কিনা জানা নেই।”