এ সময় আহত হয়েছেন আরও ১৬ জন।
Published : 25 Jan 2025, 08:57 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৬ জন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় পশ্চিম গাড়াখোলা এলাকায় মধুখালী থানার পিছনে এ ঘটনা ঘটে বলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কবির সরদার জানান।
নিহত সুশান্ত কুমার সাহা (৩৮) মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।
একই এলাকায় দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) এবং নান্নু শেখের ছেলে মহসিন শেখকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, মধুখালী থানার পিছনে একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের আক্রমণ করে। এতে অনেকই আহত হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কবির সরদার বলেন, “হাসপাতালে আনার আগেই সুশান্ত সাহার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্তত ২০ থেকে ৩০টি কামড়ের চিহ্ন দেখা যায়। তবে তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন।”