মোট ৫৬ লাখ ১১ হাজার ১০৪ টাকা জরিমানা করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় এক পাথর ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের সর্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী।
নিহত মো. রাজু (৩৫) দিনাজপুর জেলার বাসিন্দা হলেও তিনি তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় শশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রাজু দুপুরে মোটরসাইকেলে বাংলাবান্ধার দিকে যাচ্ছিলেন। এ সময় পার্শ রাস্তা থেকে মূল সড়কে উঠার সময় বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাজু সড়কে ছিটকে পড়ে মুখে ও মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে ওসি জানান।