বার্ষিক ওভারহোলিংয়ের জন্য গত ১ মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।
Published : 16 Dec 2023, 11:35 AM
ওভারহোলিং ও গ্যাস সংকটের কারণে সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয় বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস।
জানা গেছে, বার্ষিক ওভারহোলিংয়ের জন্য গত ১ মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। এ কাজ শেষ করে ২০ মে থেকে কারখানাটি উৎপাদনে ফেরার কথা ছিল। তবে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় ওভারহোলিং শেষ করেও সার উৎপাদন শুরু করা যায়নি।
উৎপাদন বন্ধের সময় প্রতিদিন অন্তত ১১শ' টন সার উৎপাদন ব্যাহত হয়েছে বলে কারখানা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিচালক সুনীল চন্দ্র দাস আরও জানান, সকল জটিলতা কাটিয়ে সার উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় কোনো যন্ত্রাংশে নতুন করে ত্রুটি দেখা দিয়েছে কিনা- সেটিও দেখা হচ্ছে।
তবে এখন কী পরিমাণ সার উৎপাদন হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।