Published : 05 May 2025, 02:16 PM
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নতওয়াল জামায়াতের নেতারা।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আহলে সুন্নাতওয়াল জামায়াত-এর ব্যানারে মিছিল শেষে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি আটকে দুই লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে প্রচণ্ড গরমের মধ্যে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভ সমাবেশে যুব সেনার কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, “রইস উদ্দিনের হত্যাকারীকে যতক্ষণ গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভ সমাবেশে আহলে সুন্নতওয়াল মহাসচিব মাওলানা মাসুদ হোসেন আর কাদরী, রেজভিয়া দরবারের খলিফা মুফতি নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ জাবের হোসেন, মাওলানা আমিরুল ইসলাম আকবরী, মাওলানা শাহ আলম আল কাদরী সাহাপুরী, মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরী, মাওলানা আবু নোমান ইকরামুল হক আনোয়ারী ও মো. মাসুম বিল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় কথা বলেছি, তারা মহাসড়ক অবরোধ করে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেন।”