Published : 05 May 2025, 07:22 PM
বাতাসের মান যাচাইয়ে ‘অত্যাধুনিক যন্ত্র’ বসানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
রাজধানীতে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্লুমবার্গের সহায়তায় ডিএনসিসির ২৫টি গণপরিসরে এসব যন্ত্র বসানো হবে।
`তাপমাত্রা ও বায়ুদূষণ হ্রাসে উদ্ভিদের ভূমিকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনানুষ্ঠানিক বসতিতে প্রাথমিক জরিপ' শিরোনামে এ অনুষ্ঠান হয় বলে ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেখানে ডিএনসিসি প্রশাসক বলেন, “উদ্ভিদবিদদের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ও খালের দুই পাড়ে গাছ লাগানো হবে।
“এ শহরে যে পরিমাণ গণপরিসর থাকার কথা ছিল, তার তিন ভাগের এক ভাগও নেই। শহরের জলাশয়েরও একই অবস্থা, যা পরিবেশের জন্য ক্ষতিকর।”
তিনি বলেন, “স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দাবদাহ, বায়ুদূষণ রোধ এবং পরিবেশ দূষণরোধ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
ডিএনসিসি, কমিউনিটি টাউন ফেডারেশন ঢাকা নর্থ, সিএপিএস (ক্যাপস) ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
এতে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার অব অ্যাটমোস্ফেরিক পলুশন স্ট্যাডির চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বায়ু দূষণ রোধে গত সপ্তাহে ঢাকার অন্তত ৫০টি স্থানে ‘এয়ার পিউরিফায়ার’ বসানোর ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক।