এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 11 Sep 2024, 04:04 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন তাদের আরও এক ভাই।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
নিহত মিরান শেখ (৪৫) ও জিয়ারুল শেখ (৪০) ওই গ্রামের সামাদ শেখের ছেলে।
আহত ইরান শেখকে (৫২) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের সঙ্গে একই গ্রামের বাসিন্দা লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সমর্থকদের বিরোধ চলছিল।
বুধবার সকালে খান মাহমুদ পক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে চরমল্লিকপুর গ্রামের কালাম হুজুরের দোকানের পাশে তিন ভাইয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিরান শেখ ও জিয়ারুল শেখ মারা যান। গুরুতর আহত হন ইরান শেখ।
খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “হতাহতরা বিএনপির কর্মী। আওয়ামী লীগ লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন খান মাহমুদ।”
এ বিষয়ে জানতে খান মাহমুদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি ফোন ধরেননি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।