নেত্রকোণা থেকে কলমাকান্দা যাওয়ার পথে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বলে জানায় পুলিশ।
Published : 11 Jul 2023, 02:21 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক উল্টে নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান।
নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (২২) এবং একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর জানান, সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোণা শহর থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ট্রাকে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন লাফিয়ে বেঁচে গেলেও হৃদয় ও ইমন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
খবর পেয়ে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।