মনোনয়নপত্র বাতিলদের মধ্যে বিএনপিপন্থি তিন আইনজীবীও আছেন।
Published : 29 Mar 2025, 09:21 PM
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে পুরো প্যানেলের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর বিষয়টি জানা যায়।
এ নিয়ে জেলা আইনজীবী সমিতির ভবনে দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাদ দেওয়া ১৩ জনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘অযোগ্য’ এবং নির্বাচনে অংশগ্রহণের ‘উপযুক্ত’ নন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইব্রাহিম বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা উপযুক্ত নন। তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর।”
মনোনয়নপত্র বাতিল ১৩ জনের মধ্যে ১০ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনজন বিএনপির।
বিএনপিপন্থি ওই তিনজন কীভাবে ‘আওয়ামী লীগের দোসর’ হলেন- এমন প্রশ্নে নির্বাচন কমিশনার ইব্রাহিম বলেন, “তারা আওয়ামী লীগপন্থিদের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।”
৫ এপ্রিল জেলা আইনজীবী সমিতির এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এতে বিএনপিপন্থি আইনজীবী আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্যানেল এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ নামে অন্য একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন একরামুল আমিন।
তবে একরামুলের ১৩ আইনজীবীর পুরো প্যালেনই বাদ পড়েছে।
এ বিষয়ে একরামুল আমিন বলেন, “সমিতির গঠনতন্ত্রে এভাবে মনোনয়নপত্র বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন অন্যায়ভাবে স্বৈরাচারী মনোভাবে এটা করেছেন।”
একটি প্যানেল পুরো বাতিল হওয়ায় অপর প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছে বলে আইনজীবীরা জানিয়েছেন।