চক্রটি জমির নতুন দলিল, নতুন খতিয়ান, দাগ ও নাম পরিবর্তন করত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
Published : 10 Feb 2025, 06:13 PM
ময়মনসিংহ সদর উপজেলায় জাল দলিল তৈরি চক্রের ‘প্রধান’ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ১৪টি এবং তিনটি প্যাড জব্দ করা হয়েছে।
রোববার উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল হোসেন।
আটক আলমগীর হোসেন (৩১) ওই এলাকার আবুল মুনছুরের ছেলে।
সোমবার বিকালে গোয়েন্দা শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করে আসছিলেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি আবুল হোসেন বলেন, “আলমগীর ও তার চক্রের সদস্যরা পরস্পরের যোগসাজশে নতুন দলিল তৈরি, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে থাকেন। যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন তারা।
“এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম বাসিয়ে দেওয়ার পাশাপাশি অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকের নাম বিলুপ্ত করে, জমির পরিমাণ কমিয়ে, অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদার বানিয়ে দিতেন তারা।”
তিনি বলেন, চক্রটির সঙ্গে জড়িত আরও চারজনের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।