সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
Published : 14 Jan 2025, 06:02 PM
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিককে আটকের খবর জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মুজিবনগর হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিজিবি মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের সোনাই শেখের ছেলে।
বিজিবি বলছে, তিনি সোনা চোরাকারবারের সঙ্গে জড়িত।
মুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম বলেন, “মুজিবনগর সীমান্ত হয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে গোপন সংবাদে বিজিবি অভিযান চালায়। এ সময় মুজিবনগর উপজেলার ১০৪ নম্বর মেইন পিলারের অধীন ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছিলেন নূর হোসেন। এ সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে।
“পরে তার শরীরে তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা কাপড়ের মধ্য থেকে সোনার ১৮টি বার উদ্ধার করা হয়; যার ওজন ২ কেজি ১৮ গ্রাম।”
এ ঘটনায় হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন। আর সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।