“ধাপে ধাপে চলছে বয়ান। ইজতেমা ময়দানে অবস্থানকারীরা মনোযোগ দিয়ে ওইসব বয়ান শুনছেন।”
Published : 14 Feb 2025, 10:17 AM
আলোচিত সাদ অনুসারীদের ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার এ পর্বের তিন দিনের প্রথম দিনের কর্মসূচি। আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।
ভারতীয় মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, “বুধবার সন্ধ্যার পর থেকেই আমাদের সাথি ভাইয়েরা মাঠে প্রবেশ করেন। আনুষঙ্গিক কাজ বা মাশোয়ারা (পরামর্শ) শেষে বৃহস্পতিবার আসরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
“শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে চলছে বয়ান। ইজতেমা ময়দানে অবস্থানকারীরা মনোযোগ দিয়ে ওইসব বয়ান শুনছেন।”
বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে আগতদের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার দিকে পুরো ইজতেমা মাঠ ভরে ওঠে। ভারী ব্যাগ মাথায় নিয়েও অনেকে আসছেন ময়দানে। তারা নির্ধারিত স্থান (খিত্তা) খুঁজে বের করে সেখানে অবস্থান নিয়েছেন। অনেকে অবস্থান করছেন বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে।
সেখানে কথা হয় গাজীপুরের কাপাসিয়ার আকবর হোসেনের সঙ্গে। তিনিসহ ৩৪ জন এসেছেন একই এলাকা থেকে।
আকবর বলছিলেন, “আমি প্রায় ২০ বছর ধরে ইজতেমায় আসি। সুন্দর আবহাওয়া ও পরিবেশের মধ্যে এবারের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবার দ্বিতীয় পর্বে সাদ অনুসারীদের জন্য ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন যে, এবার ইজতেমা শুরুর দ্বিতীয় রাতেই অনুষ্ঠিত হচ্ছে শবে বরাত। ইজতেমা ময়দানে এমন ভাগ্যের উপাসনার সুযোগ আগে পাওয়া যায়নি।”
শুক্রবার সকাল ১০টায় ইজতেমা ময়দানের পূর্ব-উত্তর কোনে টিনশেডে ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে। একই সময়ে নামাজের মিম্বারে আলাদা বয়ান হবে কলেজ ইউনিভারসিটির ছাত্রদের উদ্দেশ্যে।
বয়ানের মিম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে| একই সময়ে ইজতেমার ময়দানের পশ্চিম পাশে টিনশেডে আলাদা বয়ান অনুষ্ঠিত হবে বধির ভাইদের উদ্দেশ্যে।
একইদিন সকাল সাড়ে ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে।
শুক্রবার বেলা দেড়টায় হবে বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামাজে ইমামতি করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
জুমার নামাজের পর বয়ান করবেন নিজামউদ্দিন অনুসারী (সাদপন্থি) তাবলীগ জামাতের মুরুব্বী ওয়াসিফুল ইসলাম (কাকরাইল), আসর নামাজের পর ভারতের হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ সাহেব (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়। আর দ্বিতীয় পর্ব শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।