“আমার বাবার সঙ্গে প্রতিবেশী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।”
Published : 11 Aug 2024, 07:05 PM
নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
রোববার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান।
নিহত রমজান আলীর (৭০) লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামজান সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, “আমার বাবার সঙ্গে প্রতিবেশী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বাড়ির দেয়ালে কাদা লেগে যাওয়াকে কেন্দ্র করে আমিনুলের নেতৃত্বে কালাম ও রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রাম পুলিশের সহায়তায় রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও তারা দাবি করেন।
এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মোজাম্মেল হক কাজী ওসি মোজাম্মেল হক জানান।