রাঙামাটির এসপি জানান, লরিসহ অটোরিকশাটি ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।
Published : 15 Feb 2024, 01:21 PM
রাঙামাটিতে অটোরিকশায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লরির ধাক্কার পর গাড়ি দুটি খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান।
নিহতরা হলেন- মো. হানিফ (৪৫), আমির হোসেন এবং একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। হানিফ জাতীয়তাবাদী কৃষকদলের রাঙামাটি জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তারা তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন- সৈকত চাকমা ও অটোরিকশা চালক মো. নুরুল আমিন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ সুপার তৌহিদ বলেন, ওভারটেক করতে গিয়ে লরিটি চট্টগ্রামগামী যাত্রীবাহী অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় ।
“এতে লরিসহ অটোরিকশাটি ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত পড়ে যাওয়া গাড়ি থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।”
লরির চালক ও সহকারী পালিয়েছেন; ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান এসপি তৌহিদ।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, অটোরিকশা চালক নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে।