Published : 16 Jul 2023, 06:59 PM
সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির ঘটনায় পালাপাল্টি দুইটি মামলা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
এ ঘটনায় রোববার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
মামলার আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন, রুপা মিয়া, সফর মিয়া, বাবুল মিয়া, জাহাঙ্গীর মিয়া, কবির হোসেন ও জামাল হোসেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই ঘটনায় গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু, মো. আলমগীর আলম (৪৭), ছাদেক মিয়া, রুপ মিয়া।
ওসি জানান, পাল্টাপাল্টি দুটি মামলাতেই কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর ব্যবহৃত মোবাইল টেলিফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।