Published : 05 May 2025, 11:21 AM
যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
সোমবার ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, আগের রাত ১০টার দিকে ঝিকরগাছার পারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রামের বাসিন্দা মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য চটকাপোতা গ্রামের বাসিন্দা সাহেব আলী (৫৫), একই উপজেলা যুবলীগের সদস্য পান্তাপাড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গাতিপাড়া গ্রামের আব্দুল খালেক মেম্বার (৫৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান মাখন (৫৪) ও শার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শার্শা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হায়দার আলী (৩৭)।
ওসি বাবলুর বলছেন, গোপন সংবাদে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদের যশোর আদালতে তোলা হবে।