রুমায় ‘মাইন বিস্ফোরণে’ যুবক নিহত ও সেনাসদস্য আহতের খবর

এক সেনাসদস্যের হাতের কব্জি উড়ে গেছে এবং আরেক গ্রামবাসী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 04:38 PM
Updated : 17 May 2023, 04:38 PM

বান্দরবানে রুমায় ‘স্থলমাইন বিস্ফোরণে’ স্থানীয় এক পাহাড়ি যু্বক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবারের এই ঘটনায় এক সেনাসদস্যের হাতের কব্জি উড়ে গেছে এবং আরেক গ্রামবাসী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

রুমা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্লৌপি পাড়ায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, আহতদের একজন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অপরজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

“এ ছাড়া এই বিস্ফোরণে এক সেনাসদস্যের হাতেরর কব্জি উড়ে গেছে। তাকে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।” 

থানচির স্থানীয় সাংবাদিক অনুপম মারমা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, মাইন বিস্ফোরণে আহত হয়ে দুজন স্থানীয় যুবক থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার মধ্যে জুয়েল ত্রিপুরা (২৭) মারা যান। আহত আব্রাহাম ত্রিপুরাকে (৩৫) বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তারা রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা বলে তিনি জানান।