Published : 30 Aug 2023, 01:31 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘মানব পাচারকারী’ চক্রের এক পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের মণ্ডল সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ।
গ্রেপ্তার আব্দুল মজিদ (৪৯) উল্লাপাড়া উপজেলার নাদা এলাকার মৃত সালাম প্রামাণিকের ছেলে।
বুধবার সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। এ চক্রটি বিভিন্ন লোকজনকে ইউরোপের বিভিন্ন দেশ যেমন- লিবিয়া, ইতালি, জার্মানিতে ভাল মানের কাজ ও বেশি বেতনের কথা বলে নিয়ে বিদেশ যেতে প্রলুদ্ধ করত।
কিন্তু পরে চক্রটি বিদেশগামী লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন এবং তাদেরকে মারপিট করত। এ ছাড়াও ভিকটিমকে অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করত। টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলারও হুমকি প্রদান করত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার রাতে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে মজিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুল মজিদের বিরুদ্ধে মামলা থাকায় বুধবার সকালে তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান এই র্যাব কর্মকর্তা।