“ওই ব্যক্তি কেনো বাঙ্কারে গিয়েছিল তা জানা যায়নি।”
Published : 13 Jan 2025, 04:42 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন ।
নিহত লিটন মিয়া (৩২) উপজেলার নভাগী গ্রামের নবিজ আলির ছেলে।
কোম্পানীগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রয়েছে বাংলাদেশ রেলওয়ের একমাত্র রোপওয়ে (রজ্জুপথ)। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশে রোপওয়ের লোডিং স্টেশনের বাঙ্কার এলাকা পড়েছে। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের সরকারের পতনের পর সাদা পাথর ও বাঙ্কার এলাকায় পাথর লুটের মহোৎসব চলছে।
সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়। ধীরে-ধীরে শুরু হয় রেলওয়ের জমি খুঁড়ে পাথর লুটপাট। বাঙ্কার এলাকার গাছও কেটে নেওয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি রেলওয়ে নিরাপত্তা বাহিনী-আরএনপির নিয়ন্ত্রণে থাকলেও রাতে রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে কোটি-কোটি টাকার পাথর লুট হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
ওসি উজায়ের বলেন, “বাঙ্কারের নিরাপত্তায় থাকা আরএনবি বাহিনীর সদস্যদের সঙ্গে কথা হয়েছে। ওই ব্যক্তি কেনো বাঙ্কারে গিয়েছিল তা জানা যায়নি।”
লিটন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।