জেলা বিএনপির সদস্য সচিব জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে উপস্থিত মুক্তিযোদ্ধাদের অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
Published : 27 Mar 2025, 01:19 AM
পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দলটির এক নেতা স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরলে মুক্তিযোদ্ধাদের আপত্তিতে অনুষ্ঠানে হট্টগোল তৈরি হয়।
বুধবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠান হয়।
শুরুতে অতিথি হিসেবে প্রথমে বক্তৃতা দিতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে উপস্থিত মুক্তিযোদ্ধাদের অনেকে এর প্রতিবাদ জানান। কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এ নিয়ে হৈ চৈ শুরু হলে মাসুদ খন্দককার এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপি নেতা মাসুদের অভিযোগ, সুন্দর একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ‘ফ্যাসিস্ট’ হাসিনা সরকারের কিছু ভুয়া মুক্তিযোদ্ধা অনুষ্ঠানটিকে বানচাল করতে পরিকল্পিতভাবে হট্টগোল করে। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।
ডিসি মফিজুল বলেন, তেমন কিছু হয়নি। একজন রাজনৈতিক নেতা তার বক্তব্য দেওয়ার সময় নিজস্ব মতামত প্রকাশ করেছেন। অপর একজন শ্রোতা তার প্রতিবাদ করেছেন। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।