একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা, অপর লাগেজগুলো থেকে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
Published : 06 Aug 2024, 04:01 PM
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করার খবর পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর পুড়িয়ে দেওয়া বাসভবনে এসব পাওয়া যায় বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম।
এর আগে সোমবার বিকালে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপর দ্বাদশ সংসদের ঝালকাঠি-২ আসনের সদস্য আমুর বাসবভনে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা।
রাত সাড়ে ১২টার দিকে সেই আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান।
ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন।
এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।
স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এসময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই।