মেয়েটির পরিবার লিখিত অভিযোগ না করলেও খবর শুনে পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করেছে বলে জানান ওসি।
Published : 11 Mar 2025, 12:59 AM
নেত্রকোণার কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার বিকালে গ্রামবাসী মিছিল নিয়ে ওই বখাটের বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই হবিকুল ইসলাম উপজেলার সান্দিকোনা ইউনিয়নের স্বল্প মাইজহাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
গত শনিবার ইফতারের পর সে ওই ছাত্রীর বাড়িতে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে বলে মেয়েটির পরিবার অভিযোগ করে।
মেয়েটির বাবার ভাষ্য, ঘটনার দিন ইফতারের পরে তার স্কুল পড়ুয়া মেয়ে বাথরুমে যাওয়ার সময় হবিকুল তার মুখে চেপে ধরে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করে। সে সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যান তার মা। পরে মায়ের চিৎকারে আশপাশে লোকজন ছুটে এলে হবিকুল ও তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “শিশুটির শ্লীলতাহানির চেষ্টার ঘটনা জানতে পেরে গ্রামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিকালে মিছিল করে বখাটের বাড়িতে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বলে শুনেছি।”
ওই ঘটনায় এখনো মেয়েটির পরিবার লিখিত অভিযোগ না করলেও খবর শুনে পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করেছে বলে জানান ওসি।