লক্ষ্মীপুরের রায়পুরের উপজেলা পরিষদ পুকুরে যিনি যে হাঁস ধরতে পেরেছেন সেটিই তার পুরস্কার। কেউ কেউ পেয়েছেন দুটিও।
Published : 14 Apr 2025, 07:11 PM
পুকুরের একপাশে ভাসছে হাঁস, অপর পাশ থেকে সাঁতরে এলেন কয়েকজন। তারা নানাভাবে চেষ্টা চালিয়ে ধরে ফেললেন হাঁসগুলো। যিনি যে হাঁস ধরতে পেরেছেন সেটিই তার পুরস্কার। কেউ কেউ পেয়েছেন দুটিও।
বাংলা নববর্ষ উদযাপনে সোমবার সকালে এমন ভিন্ন আয়োজনে মেতে উঠেছিলেন লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দারা।
রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সাঁতরে হাঁস ধরা প্রতিযোগিতায়’ ১০টি হাঁস ধরতে উপজেলা পরিষদ পুকুরে নামেন যুবকসহ বিভিন্ন বয়সী ৪০ জন।
যা দেখতে পুকুরের চারপাশে ভিড় জমিয়েছিলেন উৎসুক মানুষজন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও রায়পুর আর্ট স্কুলের প্রধান শিক্ষক শংকর মজুমদারসহ অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পুকুরের দক্ষিণ পাশে ছিল। উত্তর পাশ থেকে হাঁসগুলো পুকুরের পানিতে ছেড়ে দেওয়া হয়। প্রতিযোগীরা সাঁতরে এসে হাঁসগুলো ধরে নিয়েছেন।
স্কুলশিক্ষক শংকর মজুমদার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য। যুগ যুগ ধরে আমরা এই ঐতিহ্য ধারণ করে আসছি। সেই আলোকেই নানান আয়োজন করা হয়েছে দেশজুড়ে।
“হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ আয়োজনে ব্যাপক আনন্দ দেখা গেছে সবার মাঝে। উপস্থিত সবাইকে অতীতের কথা মনে করে দিয়েছে। ”
ইউএনও ইমরান খান বলেন, “নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এরপর আমাদের উপজেলা পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা হয়েছে। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।”
গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান ইউএনও।