একটি বাস উল্টে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
Published : 25 Mar 2025, 04:49 PM
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১০ আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান।
আহতের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের বরগুনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে বিপরীত দিক সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধাকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতালে ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিন আক্তারকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।