এতে অভিযানে থাকা ভূমি অফিসের দুজন সামান্য আহত হয়েছেন বলেও জানান সহকারী কমিশনার।
Published : 02 Dec 2024, 09:57 PM
পাথর দিয়ে ঢিল ছোড়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের অভিযান চালাতে পারেননি সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ।
সোমবার সন্ধ্যায় দিকে উপজেলার ধলাই নদীর ১০ নম্বরের বাংকার এলাকার এ ঘটনা ঘটে বলে ফরহাদ আহমেদ নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, “ধলাই নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে সন্ধ্যার দিকে বাংকার এলাকায় যাওয়ার সময় দুষ্কৃতকারীরা ঢিল ছুড়ে। এতে অভিযানে থাকা ভূমি অফিসের দুজন সামান্য আহত হয়েছেন। পরে আমরা সেখান থেকে চলে আসি।”
কোম্পানীগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ অগাস্টের পর থেকে উপজেলার ধলাই নদী, পাহাড়-টিলা ও পর্যটন এলাকা থেকে বালু-পাথর লুটপাট হচ্ছে। প্রশাসনও অভিযান পরিচালনা করছে। তারপরও অবৈধ বালু-পাথর উত্তোলন চলছেই। আজ ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাংকারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকে উত্তোলনকারীরা। পরে অভিযান না চালিয়েই দলটি ফিরে যায়।