ঘটনার ৮ বছর পরে গত ৪ জানুয়ারি হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
Published : 14 Feb 2025, 07:12 PM
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নান্দাইল পৌরসভার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ।
৪৮ বছর বয়সী হাসান মাহমুদ জুয়েল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
ওসি ফরিদ আহমেদ জানান, হাসান মাহমুদ জুয়েল নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় এজহারভুক্ত প্রধান আসামি। এছাড়াও একাধিক মামলার পলাতক আসামি তিনি। তাহমিনা বেগম রিপা উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক।
মামলার অভিযোগ সূত্রে ওসি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী।
তার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসার সামনে পোস্টার টানাতে যান রফিকুল ইসলাম।
সে সময় হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে ১৫০-১৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। এছাড়া তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট করে পাঁচ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি করে।
এঘটনায় রফিকুল ইসলাম ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
এ ঘটনার ৮ বছর পরে এ বছরের ৪ জানুয়ারি হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।