সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ করাসহ ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
Published : 04 Feb 2024, 01:54 AM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
তিনি বলেন, কৃষকের কাছ থেকে ক্রয় করা পেঁয়াজের ভাউচার না থাকা ও বিক্রয় মূল্য তালিকা হালনাগাদ না করায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে তিন হাজার টাকা, মেসার্স আরমান সোয়াইব বাণিজ্যালয়কে তিন হাজার টাকা এবং মেসার্স শাহাদৎ বাণিজ্যালয়কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ করাসহ ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে বলে ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা জানান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]