বুধবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোডের বাসায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর উপস্থিতিতে রাজাপুর উপজেলার নেতাদের সঙ্গে শাহজাহান ওমরের বৈঠক হয়।
Published : 21 Dec 2023, 07:54 PM
বিএনপি থেকে নৌকায় উঠা ঝালকাঠি-১ আসনের প্রার্থী শাহজাহান ওমরকে আগের দিন বর্জনের ঘোষণা দিলেও বৃহস্পতিবার সাড়ম্বরে বরণ করে নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শাহজাহান ওমর রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কর্মীসভা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর প্রার্থীকে নিয়ে নেতাকর্মীরা ভোটের প্রচার শুরু করেন।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীরউত্তম নানা নাটকীয়তার পর নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারা জোট সরকারের শাসন আমলে নির্যাতনের অভিযোগ তুলেন। এর জেরে এই আসনে নৌকার নির্বাচনি প্রচার তেমন জমেনি।
এর মধ্যেই বুধবার বিকালে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী এ এইচ এম খায়রুল আলম সরফরাজ সাংবাদিকদের কাছে বলেন, তারা নৌকার প্রার্থীর পক্ষে নয়; কাজ করবেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে।
এরপর রাতে বরিশাল নগরীর বগুড়া রোডের বাসায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর উপস্থিতিতে রাজাপুর উপজেলার নেতাদের সঙ্গে শাহজাহান ওমরের বৈঠক হয়। সেখানে দুপক্ষের দ্বন্দ্বের অবসান হয় বলে নেতারা জানান।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফরোজা আক্তার লাইজু বলেন, “সব বিরোধ ভুলে আমরা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শাহজাহান ওমরকে জয়ী করতে কাজ করব।”
শাহজাহান ওমর বলেন, “রাজাপুর উপজেলা আওয়ামী লীগ আমাকে বরণ করায় আমি বাধিত, রাজনৈতিকভাবে আমরা আরও শক্তিশালী হয়েছি। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে একত্রে কাজ করার মনোবৃত্তি রাখছি।”
শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া মনিরুজ্জামান মনির স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। এ ছাড়া এখানে আরও ছয়জন ভোটের মাঠে আছেন।