সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
Published : 01 Jan 2025, 12:37 PM
খাগড়াছড়িতে পাটাতন দেবে যাওয়া বেইলি সেতুর মেরামত কাজ ২৪ ঘণ্টা পরও শেষ না হওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।
এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে যায়।
পরে বিকল্প পথে মোটরসাইকেল, অটোরিকশা, মাহেন্দ্রসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল।
স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী জানান, “বোয়ালখালি ছড়ার উপর ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা সড়ক বিভাগ কখনো মনিটরিং করে নাই। এ কারণে ব্রিজটা ভেঙে গেছে। চরম দুর্ভোগে পড়েছে লংগদু, মেরুং এলাকার মানুষ।”
সড়কে চলাচলকারী মনির হোসেন বলেন, “এই সেতুর কারণে কাল (মঙ্গলবার) থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ। এজন্য যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে, লাগছে অতিরিক্ত সময়, বেড়েছে খরচ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না।“
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, অকিরিক্ত ওজনের কারণের পাটাতনের পাশাপাশি সেতুটির পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য মেরামত কাজ এখনো শেষ করা যায়নি।
তবে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এই কাজ শেষ করার কথা জানিয়ে দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে, বলেছেন তিনি।
আগের সংবাদ