রাতে তারাবির নামাজ আদায় করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি বলে তার মেয়ে জানান।
Published : 29 Mar 2025, 02:22 PM
ভোলার চরফ্যাশনে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান।
নিহত মোতাহার (৬০) ওই ওয়ার্ডের মৃত নুরু বক্সের ছেলে।
নিহতের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, “বাবা শুক্রবার রাতে ওই মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফিরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিই। কোথায় সন্ধান মেলেনি।
“শনিবার নামাজ পড়তে আসা মানুষ মসজিদের নির্মাণাধীন দ্বিতীয় তলার ছাদের পিলারের সঙ্গে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের ও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত। তিনি কিভাবে ছাদে উঠলেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই।”
ওসি মিজানুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।”