“ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
Published : 14 Feb 2025, 10:59 AM
গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শাহিন আলম বলেন, “ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম, রংয়ের গুদাম, কাঁচামাল ও মুদিসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। সেখানে আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
“কিন্তু আগুন বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে যোগ দেয়। পরে সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ১৭টি দোকান পুড়ে যায়।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসর এ কর্মকর্তা জানান।