এটা হত্যা না দুর্ঘটনা– তা নিয়ে ধোঁয়াশা তিন দিনেও কাটেনি।
Published : 10 Jul 2024, 01:40 PM
নরসিংদীতে রেললাইন থেকে উদ্ধার হওয়া পাঁচটি ক্ষতবিক্ষত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা, না তাদের হত্যা করে লাইনের উপর ফেলে রাখা হয়েছিল, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত পাঁচ জনের মধ্যে চারজনের মুখমণ্ডলের ছবি দিয়ে বুধবার সকালে রেল পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। নিহত ব্যক্তিদের কেউ চিনে থাকলে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সেখানে।
ঢাকা জেলা রেল পুলিশের এসপি আনোয়ার হোসেন বুধবার সকালে 'বিশেষ অনুরোধ বার্তা' শিরোনামে বিজ্ঞপ্তিটি সংবাদ মাধ্যমে পাঠান। তাতে বলা হয়, গত ৮ জুলাই ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচক ও কমলপুর গ্রামের মধ্যবর্তী ঢাকা-ভৈরব রেল লাইন থেকে অজ্ঞাতনামা ৫ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স অনুমান ১৮ থেকে ২৫ বছর।
নিহতদের নাম পরিচয় উদঘাটনে সকলের সহযোগিতা কামনা করে এ বিষয়ে যে কোনো তথ্য পেলে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
রেল পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে একজনের মুখমণ্ডল পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ায় তার ছবি দেওয়া হয়নি।
এখন পর্যন্ত কেউ লাশের দাবি না করায় পুলিশ তাদের পরিচয় জানতে পারেনি। এমনকি আঙুলের ছাপ থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের প্রযুক্তিও কাজে আসেনি। এটা হত্যা না দুর্ঘটনা– তা নিয়ে ধোঁয়াশা তিন দিনেও কাটেনি।
পুলিশ ধারণা করছে, তাদের কোনো পরিচয়পত্র নেই। ঘটনাস্থল থেকে কোনো মোবাইল ফোন বা ব্যাগ– কিছুই পাওয়া যায়নি যা দিয়ে তাদের পরিচয় শনাক্ত করা যায়।
নিহতদের লাশগুলো পঁচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মঙ্গলবার সেগুলো নরসিংদী রেলওয়ে কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
রেল পুলিশের একজন কর্মকর্তা বলছেন, তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন ধরে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্টেশনে তাদের মুখমণ্ডলের যথাসম্ভব পরিষ্কার ছবি তুলে লোক পাঠানো হচ্ছে। তাদের বলা হয়েছে স্টেশনে স্টেশনে যে ভবঘুরে প্রকৃতির লোকজনেরা অবস্থান করছেন তাদের ছবিগুলো দেখিয়ে পরিচয় জানার চেষ্টা করতে।
পুরনো খবর
পরিচয় মেলেনি, ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনকে 'বেওয়ারিশ' হিসেবে দাফন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু
রেললাইনে ৫ লাশ নিয়ে ধোঁয়াশা, মুখের ছবি তুলে পাঠানো হচ্ছে স্টেশনে