সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে সুলভ মূল্যের মাংস বিক্রির এই অস্থায়ী দোকান উদ্বোধন করা হয়।
Published : 01 Mar 2025, 05:34 PM
রোজার মাসে স্বল্প আয়ের মানুষরা যাতে গরুর মাংস কিনতে পারেন সেজন্য উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে সুলভ মূল্যের মাংস বিক্রির এই অস্থায়ী দোকান উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
সাশ্রয়ী মূল্যের এই দোকানে মাংস ছাড়াও দুধ ও ডিম পাওয়া যাবে।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এই আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুতই এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে।
“মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা লিটার দুধ এবং প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এখান থেকে কেউ চাইলে ন্যূনতম ১০০ টাকার গরুর মাংসও কিনতে পারবেন। দিনমজুর, গরিব মানুষের কথা চিন্তা করেই এটা করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস।
মাংস কিনতে আসা ইব্রাহিম খলিল বলেন, এখন দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। তার মধ্যে এই ধরনের উদ্যোগ গরিব মানুষের অনেক উপকারে আসবে।
গৃহবধূ নাসিমা খাতুন বলেন, “এটা মধ্যবিত্তদের জন্যও উপকারে আসবে। মধ্যবিত্তরা কষ্টে থাকলেও বলতে পারে না, হাত পাততে পারে না। এখান দোকান থেকে বাজারের চেয়ে কম দামে ডিম, দুধ ও মাংস কিনতে পারবে। এটি সময়োপযোগী উদ্যোগ।