শুক্রবার সকালে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙা অবস্থায় দেখে থানায় খবর দেয় কর্তৃপক্ষ।
Published : 07 Oct 2022, 03:23 PM
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে। এতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার সকালে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙা অবস্থায় দেখে থানায় খবর দেওয়া হয় বলে মন্দির কমিটির সভাপতি সুকুমার কুণ্ড জানান।
তিনি বলেন, জমিদারী আমল থেকে ঠাকুর বাড়ির কালী মন্দিরে তারা পূজা করে আসছেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা তালা ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। পরে প্রতিমার মাথা মন্দির থেকে আধা কিলোমিটার দূরে রাস্তার উপর ফেলে রেখে যায়।