হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ সময় আরও ১০জন আহত হয়েছেন।
Published : 08 Mar 2024, 12:02 PM
পিরোজপুর সদর উপজেলায় একটি বাস, ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো আশিকুজ্জামান।
নিহতরা হলেন- স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, জেসমিন ও আলমগীর।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সেলিম মিয়া বলেন, দুপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পাড়েরহাটের দিকে যাচ্ছিল। পথে ঝাউতলায় যাত্রী নামাচ্ছিল বাসটি।
এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা আরেকটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই বাসটিকে ক্রস করে।
উপ-পরিচালক বলেন, এ সময় বাসটি একটি ইজিবাইক এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে তিন যানের মধ্যে সংঘংর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই চারজন এবং জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।”
গুরুতর আহত কয়েকজনকে খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।