ঘন কুয়াশা থাকায় গাড়িটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায় এবং শান্ত গাড়ির নিচে চাপা পড়ে বলে ।
Published : 10 Jan 2025, 03:54 PM
শেরপুরের ঝিনাইগাতীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারানো বালুবাহী ট্রাক্টর উল্টে গাড়িটির চালক এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।
নিহত ১৪ বছরের শান্ত পূর্ব ধানশাইল এলাকার শেখ কামালের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আল আমিন বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে ঝিনাইগাতী সদরে আসছিল শান্ত।
“এ সময় ঘন কুয়াশা থাকায় গাড়িটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায় এবং শান্ত গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।