পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের নতুন করে সদ্য রোপন করা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
Published : 07 Aug 2024, 08:06 PM
কুড়িগ্রামের সব নদনদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এর মধ্যে তিস্তা ও ধরলার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
বুধবার সন্ধ্যে ৬টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যান্য নদনদীর পানি বাড়লেও তা বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ধরলা ও তিস্তা নদী পাড়ের মানুষজন তৃতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন। পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের নতুন করে সদ্য রোপন করা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন এসব এলাকার কৃষকরা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলছেন, নদীর পানি দ্রুত বাড়লেও এ মুহুর্তে তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।