জিদানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা।
Published : 09 Mar 2025, 09:47 PM
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে আটক করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।
আটক জিদান হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ সদর থানার সংগঠক। তার ব্যাগ তল্লাশি করে চারটি ইয়াবা এবং একটি ছুরিও জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ সময় হাসপাতালের স্বেচ্ছাসেবী ইকবাল হোসেনকেও আটক করা হয়েছে।
এদিকে, আটকের ঘটনার পর জিদানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান ও সদস্যসচিব জাবেদ আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি কাজে লিপ্ত থাকার কারণে জিদান হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।”
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালাল চক্রের আধিক্য বেড়ে যাওয়ার অভিযোগ আসছিল। রোববার সকালে এ বিষয়ে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি চলার সময় জিদান, ইকবাল ও তাদের কয়েকজন সহযোগী গোয়েন্দা দলের লোকজনের উপর চড়াও হয় এবং তাদেরকে কিছুক্ষণ অবরুদ্ধও করে রাখে।
পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা হাসপাতালে গিয়ে দুজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, “দালালচক্রের আধিক্য বেড়ে যাওয়াতে আজ যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালে থাকা কয়েকজনের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। পরে যৌথ বাহিনী দুজনকে আটক করে। এর বেশি আমি জানি না।”
সদর থানার ওসি নাসির আহমদ বলেন, “অভিযানের দলকে অবরুদ্ধ করা, তাদের হত্যার হুমকি দেওয়া এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করবে পুলিশ।”