“স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তা ঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।”
Published : 13 Mar 2025, 06:10 PM
দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
এ সময় শিক্ষার্থীরা জানান, ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
উপাচার্য শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বছরের গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেড কোয়ার্টারের তথ্য অনুযায়ী, দেশে নারী নির্যাতনের সংখ্যা ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
“আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।”
মানববন্ধনে বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।